ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চেক জালিয়াতি মামলায় চাঁপাইনবাবগঞ্জে ২ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মে ৯, ২০১৯
চেক জালিয়াতি মামলায় চাঁপাইনবাবগঞ্জে ২ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ: চেক জালিয়াতি মামলায় চাঁপাইনবাবগঞ্জে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৮ মে) রাতে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকার তালপট্টি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সোনামসজিদ বালিয়াদিঘির আইনুল হকের ছেলে মিজানুর রহমান (২৮) ও একই এলাকার মৃত মামলত আলীর ছেলে খাইরুল ইসলাম (৫০)।

শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুস শুকুর বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তালপট্টি এলাকা থেকে চেক জালিয়াতি মামলায় মিজানুর ও খাইরুলকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় চেক জালিয়াতি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।  
বৃহস্পতিবার (০৯ মে) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।