ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, মে ৯, ২০১৯
ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় দুই মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে আহসান কবির (৩৫) নামে এক শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (০৮ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, উপজেলার স্থানীয় ঈশ্বরগ্রামের ফয়জুর রহমান হাফেজিয়া মাদ্রাসার ১১ থেকে ১২ বছর বয়সী দুই চাচাতো জেঠাতো ভাইকে নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকারে করেন ওই মাদ্রাসা শিক্ষক।

 

পরে দুই মাদ্রাসাছাত্রই তাদের বাবাকে বিষয়টি জানায়। এরপর গত মঙ্গলবার রাতে মাদ্রাসাছাত্রের বাবা সাইফুল মালেক বাদী হয়ে অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষককে আসামি করে মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই এ মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।  

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে বুধবার দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, মে ০৮, ২০১৯ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ