ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় ছুরিকাঘাতে বৃদ্ধ খুন, গণপিটুনিতে ঘাতক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, মে ৯, ২০১৯
কুমিল্লায় ছুরিকাঘাতে বৃদ্ধ খুন, গণপিটুনিতে ঘাতক নিহত নিহতের স্বজনদের আহাজারি

কুমিল্লা: কুমিল্লা সদরে ছুরিকাঘাতে আকাব্বর হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গণপিটুনিতে ঘাতক কসাই আলম (৩০) নিহত হয়েছেন।

বুধবার (০৮ মে) সন্ধ্যা ৭টায় সদরের জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় ছুরিকাঘাতে আকাব্বরের মৃত্যু হয়।  

আর গণপিটুনিতে আহত কসাই আলম রাত পৌনে ৯টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত দু’জনই কুমিল্লা সদরের বালুতুপা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্র জানান, ভানু নামের এক মহিলার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন আকাব্বর ও আলম। কিছুদিন আগে মাদক সেবনের কারণে আলমকে বকাবকি করেন বৃদ্ধ আকাব্বর। সেই ঘটনার পর আকাব্বরের সঙ্গে আলমের সর্ম্পকের অবনতি হয়। বুধবার সন্ধ্যায় ইফতারের পর একটি জানাজায় অংশ নেওয়া শেষে বাড়িতে ফেরার পথে বৃদ্ধ আকাব্বরকে প্রথমে শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়। পরে গলায় ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন কসাই আলম।  

বৃদ্ধ আকাব্বরকে খুন করে পালিয়ে যাওয়ার সময় কসাই আলমকে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাহ উদ্দিন জানান, মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, মে ০৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।