ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

নেত্রকোণায় ৩ আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৩, মে ৯, ২০১৯
নেত্রকোণায় ৩ আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

নেত্রকোণা: ভেজাল আইসক্রিম তৈরির দায়ে নেত্রকোণা শহরের তিনটি আইসক্রিম ফ্যাক্টরিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (৮ মে) বিকেলে জেলা শহরের উকিলপাড়া ও সাতপাই এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদফতর নেত্রকোণা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ্ আলম।

বাংলানিউজকে শাহ্ আলম জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নষ্টগুড়, স্যাকারিন ও মানবদেহের জন্য ক্ষতিকারক বিষাক্ত রং মিশিয়ে ভেজাল আইসক্রিম তৈরির দায়ে উকিলপাড়া এলাকার আদি ডায়মন্ড আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার, ডায়মন্ড আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার এবং সাতপাই এলাকার টেস্টি আইসক্রিম ফ্যাক্টরিতে ১৫ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া ভেজাল আইসক্রিম জব্দ করে তা স্পটে ড্রেনে ফেলে নষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।

অভিযানের সার্বিক সহযোগিতায় জেলা বাজার কর্মকর্তা আজমল হোসেন ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।