ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে ২ রেস্টুরেন্টকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, মে ৮, ২০১৯
হবিগঞ্জে ২ রেস্টুরেন্টকে জরিমানা ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: অপরিচ্ছন্ন খাবার পরিবেশনের দায়ে হবিগঞ্জ শহরের দুই রেস্টুরেন্টকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৮ মে) বিকেলে শহরের টাউন হল রোডে এ অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা।  

এসময় হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

জান্নাত আরা লিসা বাংলানিউজকে জানান, পবিত্র রমজান মাসে সাধারণ জনগণের স্বাস্থ্যকর খাবার নিশ্চিতের লক্ষ্যে টাউন হল রোডে এ অভিযান চালানো হয়। অভিযানে অপরিচ্ছন্ন খাবার ও ইফতার বিতরণের দায়ে মধুবন রেস্টুরেন্টকে পাঁচ হাজার, একই অভিযোগে সাইজী খাঁজা রেস্টুরেন্টকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

স্বাস্থ্যকর খাবার নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।