ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মে ৮, ২০১৯
মেহেরপুরে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত

মেহেরপুর: নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।  এ উপলক্ষে বুধবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়।

সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীনের নেতৃত্বে র‌্যালিটি মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে শুরু হয়ে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জনের কার্যালয় গিয়ে শেষ হয়।  

পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তাহাজ্জেল হোসেন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিকাশ কুমার দাস ও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এহসানুল কবীর এসময় সেখানে উপস্থিত ছিলেন।

হাসপাতালের চিকিৎসক, সেবিকাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মে ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।