ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সুবীর নন্দীর মৃত্যুতে শেহাবি উপাচার্যের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, মে ৮, ২০১৯
সুবীর নন্দীর মৃত্যুতে শেহাবি উপাচার্যের শোক

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান।

মঙ্গলবার (৭ মে) এক বার্তায় এ শোক জানান তিনি। শোক বার্তায় ড. রফিকউল্লাহ খান বলেন, একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যু বাংলাদেশের সংগীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তার এভাবে চলে যাওয়ায় দেশের সাংস্কৃতিক অঙ্গণে এক বিশাল শূন্যতা সৃষ্টি করেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ জনপ্রিয় শিল্পী তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

শিল্প সুবীর নন্দীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি। শোকবার্তায় প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন শেহাবি উপাচার্য।

হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর সুবীর নন্দীর শরীরের কয়েকটি অঙ্গ বিকল হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল তাকে সিঙ্গাপুরের হাসপাতালে পাঠানো হয়।

এর আগে সিলেট থেকে ঢাকা আসার পথে ১৪ এপ্রিল অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। পরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মে ০৭, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।