ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুরে স্বাস্থ্যসম্মত ২১ ইফতার বিক্রয়কেন্দ্র উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, মে ৭, ২০১৯
রংপুরে স্বাস্থ্যসম্মত ২১ ইফতার বিক্রয়কেন্দ্র উদ্বোধন স্বাস্থ্যসম্মত ২১ ইফতার বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হচ্ছে, ছবি: বাংলানিউজ

রংপুর: মাহে রমজানে কৃত্রিম রংহীন, সতেজ কাঁচামাল দিয়ে তৈরি করা পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত ইফতার সামগ্রী বিক্রির উদ্দেশে রংপুর চেম্বার ও রেস্তোরাঁ মালিক সমিতির আওতাধীন ২১টি ইফতার বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৭ মে) চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রংপুরের সহযোগিতায় রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এসব কেন্দ্রের উদ্বোধন করেন।

রংপুর চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মুজতবা হোসেন রিপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভ্যন্তরীণ বাণিজ্য ও দ্রব্যমূল্য নির্ধারণ, ভেন্ডর এনলিস্টমেন্ট ও ই-টেন্ডারিং বিষয়ক উপ পরিষদের আহ্বায়ক ও রংপুর চেম্বারের পরিচালক জুলফিকার আজিজ খান ভুট্টো ও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, রংপুর জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ খোকন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ব্যবসায়ীদের রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, ইফতার সামগ্রী তথা খাদ্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকা, ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি না করা, রাস্তা-ঘাট ও ফুটপাত দখল না করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতা বজায় রাখার আহ্বান জানান।

এছাড়া তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য রংপুর চেম্বার ও রেস্তোরাঁ মালিক সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানান।

রংপুর চেম্বার ও হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির আওতাধীন স্বাস্থ্যসম্মত ইফতার বিক্রয়কেন্দ্রগুলো হলো- মেসার্স সাফল্য হোটেল (মেডিকেল পূর্বগেট), মেসার্স নিউ স্টার হোটেল (ধাপ পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকা), মেসার্স সুপার স্টার হোটেল অ্যান্ড রেস্তোরাঁ (কাচারি বাজার), মেসার্স বৈশাখী হোটেল অ্যান্ড রেস্তোরাঁ (মেডিকেল মোড়), মেসার্স কস্তুরী রেস্তোরাঁ, (মেডিকেল মোড়), মেসার্স মহুয়া বিরিয়ানি (কাচারি বাজার), পারভেজ হোটেল ও রেস্তোরাঁ (মেডিকেল মোড়), মেসার্স কারা ক্যান্টিন (মেডিকেল প্রধান গেট), মেসার্স খালেক হোটেল অ্যান্ড রেস্তোরাঁ (নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকা), মেসার্স মৌবন হোটেল ও রেস্তোরাঁ (কাচারি বাজার), মেসার্স ফাল্গুনী হোটেল ও রেস্তোরাঁ (সেন্ট্রাল রোড), মেসার্স কুটুমবাড়ি রেস্তোরাঁ (সেন্ট্রাল রোড), মেসার্স বাঁধন হোটেল অ্যান্ড রেস্তোরাঁ (কেন্দ্রীয় বাস টার্মিনাল), মেসার্স শানু হোটেল অ্যান্ড রেস্তোরাঁ (প্রাইম মেডিকেল সংলগ্ন এলাকা), মেসার্স রসগোল্লা (জাহাজ কোম্পানি মোড়), মেসার্স মিঠু হোটেল অ্যান্ড রেস্তোরাঁ (ফকির মোহাম্মদ রোড, জুম্মাপাড়া), মেসার্স শাহীন হোটেল অ্যান্ড রেস্তোরাঁ (মডার্ন মোড়), মেসার্স ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্তোরাঁ (সাতমাথা, মাহিগঞ্জ), মেসার্স শাহী হোটেল অ্যান্ড রেস্তোরাঁ (মাহিগঞ্জ বাজার), মেসার্স চাঁদনি হোটেল অ্যান্ড রেস্তোঁরা (ধাপ মেডিকেল মোড়) ও মেসার্স অহনা হোটেল( সাতমাথা, মাহিগঞ্জ)।

অনুষ্ঠানে রংপুর চেম্বারের কর্মকর্তা ও পরিচালক এবং বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মে ০৭, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।