ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডোমারে ৪ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মে ৭, ২০১৯
ডোমারে ৪ ব্যবসায়ীকে জরিমানা ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

নীলফামারী: খাদ্যে ভেজালসহ বিভিন্ন অপরাধে নীলফামারীর ডোমারে চার ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (৭ মে) দুপুরে উপজেলার ডোমার বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রাশেদুল হক, মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, স্যানিটারি ইন্সপেক্টর দুলাল হোসেন প্রমুখ।

উম্মে ফাতিমা বাংলানিউজকে জানান, পবিত্র রমজান মাসে খাদ্যে ভেজাল ও পবিত্রতা রক্ষা না করার দায়ে ডোমার বাজারের মুদি ব্যবসায়ী জয়নাল আবেদীনকে দুই হাজার, চন্দন সাহাকে ১৫ হাজার, সাদ্দাম হোসেনকে পাঁচ হাজার ও ফল ব্যবসায়ী বাবলু হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।