ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মে ৭, ২০১৯
গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: ভেজালবিরোধী অভিযানে গোপালগঞ্জ সদর উপজেলার তিন ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (৭ মে) দুপুরে উপজেলার তালা বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।

এসময় ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলানিউজকে শামীম হাসান জানান, অভিযানে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে তালা বাজারের নাঈম স্টোরকে তিন হাজার, জিম স্টোরকে তিন হাজার ও মশিউর স্টোরকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।

পবিত্র রমজানে ক্রেতাদের কাছে সঠিক পণ্য তুলে দেওয়ার জন্য আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।