ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফে ইয়াবা-নগদ টাকাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মে ৭, ২০১৯
টেকনাফে ইয়াবা-নগদ টাকাসহ আটক ৩ ইয়াবাসহ আটক তিনজন র‌্যাব হেফাজতে।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাচারকালে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময়  ১ হাজার পিস ইয়াবা, নগদ সাড়ে ছয় লাখ টাকা ও একটি জিপ (হুন্দাই) জব্দ করা হয়। 

সোমবার (৬ মে) রাতে উপজেলার বরইতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- চট্টগ্রাম লোহাগাড়ার মৃত আবু তাহেরের ছেলে তারেক হোসেইন (৩৪), রাজধানী মিরপুর-১০ নম্বরের এ ব্লকের ৭ নং রোডের বাসিন্দা মৃত আমিনুর রহমানের ছেলে আরিফুর রহমান (৩০) ও ফরিদপুরের বোয়ালমারী থানার রূপাপথ এলাকার মৃত খোকন কাজীর ছেলে কাজী হোসেন।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বাংলানিউজকে জানান, সোমবার রাতে টেকনাফ উপজেলার বরইতলী এলাকায় র‌্যাবের অস্থায়ী চেক পোস্ট বসিয়ে কক্সবাজারগামী একটি জিপে তল্লাশি চালানো হয়। এ সময় ওই জিপ থেকে ইয়াবা ও নগদ টাকাসহ জিপটি জব্দ করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ইনচার্জ লেফটেন্যান্ট শাহেদ ।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ০৭, ২০১৯
এসবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।