ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, মে ৭, ২০১৯
ঝিনাইদহে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: পণ্যের মূল্য বেশি রাখা ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির অপরাধে ঝিনাইদহ শহরের ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ মে) দুপুরে শহরের ট-বাজারে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী ইসলাম।

বাংলানিউজকে ইউএনও  জানান, অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি করার অপরাধে সমীর অ্যান্ড সন্সকে দেড় হাজার, নিতাই সাহা স্টোরকে এক হাজার, মানিক অ্যান্ড ব্রাদার্সকে ৫০০, সিয়াম স্টোরকে তিন হাজার ও নিলিমা স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানের সার্বিক সহযোগিতায় জেলা বিপণন কর্মকর্তা গোলাম মারুফ খান, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।