ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজস্থলীতে অটোরিকশা খাদে পড়ে বউ-শাশুড়ি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, মে ৭, ২০১৯
রাজস্থলীতে অটোরিকশা খাদে পড়ে বউ-শাশুড়ি নিহত

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলীতে সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে বউ-শাশুড়ি নিহত হয়েছেন। 

সোমবার (৬ মে) সকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রূপ্না সেন (৭০) ও তার পুত্রবধূ তরুলতা সেন (৪০)।

 

এর মধ্যে তরুলতা রাজস্থলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বলে জানা গেছে।  

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) শেখ সাদেক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উপজেলা থেকে যাত্রীবোঝাই একটি অটোরিকশা চন্দ্রঘোনার দিকে যাচ্ছিল। পথে গাইন্দ্যা ইউনিয়নের পাহাড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত বৃদ্ধার ছেলে বিশ্বজিৎ সেন ও পুত্রবধূ তরুলতাসহ আহত হন আরও পাঁচজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে। পরে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তরুলতার মৃত্যু হয়।

এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিশ্বজিৎ সেন। তিনি রাজস্থলী সরকারি কলেজের অধ্যাপক বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।