ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ছাগলনাইয়ায় ভারতীয় ফেনসিডিল ও চা-পাতা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, মে ৭, ২০১৯
ছাগলনাইয়ায় ভারতীয় ফেনসিডিল ও চা-পাতা উদ্ধার উদ্ধার করা চা-পাতার সঙ্গে অভিযান পরিচালনাকারী বিজিবি সদস্যরা। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর এলাকায় অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও সাড়ে ১৬ কেজি চা-পাতা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

গত রোববার (০৫ মে) মধ্যরাতে এ অভিযান চালায় ৪ বিজিবি ব্যাটালিয়নের চম্পকনগর বিওপির টহল দল।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান, বিজিবিএম, পিবিজিএম বাংলানিউজকে বলেন, চম্পকনগর এলাকায় বিজিবির অভিযানকালে ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা।

এগুলোর আনুমানিক দাম প্রায় ১৯ হাজার ৬শ’ টাকা।  

এছাড়া, বিজিবির দলটি উত্তর ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১৬ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করে। এর আনুমানিক দাম প্রায় ৪ হাজার ৯শ’ ৫০ টাকা।  

উদ্ধার করা ফেনসিডিল ও চা-পাতা ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এসএইচডি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।