ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলবাড়ী সীমান্তে থেকে ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, মে ৬, ২০১৯
ফুলবাড়ী সীমান্তে থেকে ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ বিজিবি সদস্যদের হেফাজত জব্দ করা পিকআপ ভ্যান ও ভারতীয় পণ্য। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্ত থেকে একটি পিকআপ ভ্যানসহ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবিসহ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৬ মে) সকালে উপজেলার কাশীপুর সীমান্তের কুলাঘাট এলাকা থেকে পিকআপ ভ্যান জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জয়েন উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা কাশীপুর সীমান্তের কুলাঘাট এলাকা থেকে একটি পিকআপ ভ্যানসহ ভারতীয় বিভিন্ন কোম্পানির ৩১৩ পিস বেনারসি শাড়ি ও লেহেঙ্গা এবং ৮৪ পিস শেরওয়ানি জব্দ করা হয়।

পরে পিকআপ ভ্যানসহ জব্দ করা পণ্য লালমনিহাটের বিজিবি-১৫ সদর দফতরে নিয়ে যাওয়া হয়। জব্দ করা পিকআপ ভ্যানসহ এসব ভারতীয় পণ্যের আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ ৩ হাজার ২৫০ টাকা।  

লালমনিহাট বিজিবি- ১৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার-উল-আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad