ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢামেকে অস্থায়ী কর্মচারীদের অবস্থান কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মে ৬, ২০১৯
ঢামেকে অস্থায়ী কর্মচারীদের অবস্থান কর্মসূচি কর্মচারীদের অবস্থান কর্মসূচি। ছবি: বাংলানিউজ

ঢাকা: চাকরি স্থায়ীকরণের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের অস্থায়ী কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সোমবার (৬ মে) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলে।

বার্ন ইউনিটের চারতলায় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের রুমের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

রোববারেও তারা এ কর্মসূচি পালন করেছিলেন।

কর্মচারী জীবন মিয়া বলেন, আমরা বার্ন ইউনিট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিনা চাকরিতে বিনা বেতনে কাজ করে আসছি। ইউনিটে অনেকের ভাগ্যের পরিবর্তন হলেও আমাদের সেই দুরবস্থা রয়েই গেছে।

তিনি আরও বলেন, আমরা সামন্ত লাল স্যারে রুমের সামনে অবস্থান কর্মসূচি করেছি। আগামী ৫ রমজান পর্যন্ত এ কর্মসূচি স্থগিত করা হলো। পরবর্তীতে আমাদের কোনো সুখবর না এলে। আমরা সবার সম্মতিক্রমে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে।

ঢামেক বার্ন ইউনিট সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, আন্দোলনরত কর্মচারীদের বিষয়ে কথা বলতে তিনি মন্ত্রণালয় অবস্থান করছেন। গত ১০ বছর ধরে তাদের স্থায়ী চাকরির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

বাংলাদেশ সময় ১৪৫৮ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।