ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে আগুনে ৩২ পরিবারের ৩৫ ঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মে ৬, ২০১৯
সৈয়দপুরে আগুনে ৩২ পরিবারের ৩৫ ঘর পুড়ে ছাই পুড়ে যাওয়া বসতঘর। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়আনীতে অগ্নিকাণ্ডে ৩২টি পরিবারের ৩৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সেইসঙ্গে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, ধান, চাল সব পুড়ে গেছে।

রোববার (৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

খবর পেয়ে সৈয়দপুর ও তারাগঞ্জ উপজেলার দমকল বাহিনীর দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


 
তারাগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও নিরুপন করা হয়নি।  

সোমবার সকালে (৬ মে) সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া, কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছে।  

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম বলেন, আগুনে তাদের কিছুই রক্ষা পায়নি। জেলা প্রশাসন পরিবার প্রতি ৩০ কেজি চাল ও নগদ টাকা বরাদ্দ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মে ০৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।