ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘প্রধানমন্ত্রী একজন খাঁটি ধর্মভীরু মুসলমান’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মে ৬, ২০১৯
‘প্রধানমন্ত্রী একজন খাঁটি ধর্মভীরু মুসলমান’ র‌্যালিতে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: দেশবাসীকে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন খাঁটি ধর্মভীরু মুসলমান। তিনি নিজে রোজা রাখেন, অন্যকেও রোজা রাখতে উৎসাহিত করেন। তাই আমরা প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সবাই রোজা রাখবো।

সোমবার (০৬ মে) সকাল পৌনে ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি শেষে এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেন, রমজানে যদি কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ায়, তাহলে তাদেরকে রুখে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তদারকি করছেন, যাতে রমজানে ধর্মপ্রাণ মানুষের কোনো কষ্ট না হয়।

সবার প্রতি রোজা রাখার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আল্লাহ ও রাসুল যেভাবে রোজা রাখার নির্দেশ দিয়েছেন, রবকে খুশি করার জন্য আমরা সেভাবে যাতে রোজা পালন করি।

ধর্মীয় চেতনা উজ্জীবিত রাখতে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় শহর, জেলা, উপজেলা ও ইউনিয়নে র‌্যালির আয়োজন করেছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের লক্ষ্য মানুষের ধর্মীয় চেতনা উজ্জীবিত করা।

র‌্যালিতে অংশগ্রহণ করেন ইফার সচিব কাজী নাঈমুল ইসলামসহ ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মে ৬, ২০১৯
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।