ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মসিকে প্রথম কাউন্সিলর যারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, মে ৬, ২০১৯
মসিকে প্রথম কাউন্সিলর যারা ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন অফিসার

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রথম নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে নতুন কাউন্সিলর নির্বাচিত হযেছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে জয়ী হয়েছেন ৩৩ জন। আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন বেশ দাপটের সঙ্গেই বিজয়ী হয়েছেন।

রোববার (০৫ মে) রাতে নগরীর টাউনহলস্থ এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন অফিসার মো. আলীমুজ্জামান ফলাফল ঘোষণা করেন।  

৩৩ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন- ১ নং ওয়ার্ডে আসাদুজ্জামান বাবু, ২ নং ওয়ার্ডে গোলাম রফিক দুদু, ৩ নং ওয়ার্ডে শরীফুল ইসলাম, ৪ নং ওয়ার্ডে মাহবুবুর রহমান দুলাল, ৫ নং ওয়ার্ডে নিয়াজ মোর্শেদ, ৬ নং ওয়ার্ডে সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ৭ নং ওয়ার্ডে আসিফ হোসেন ডন, ৮ নং ওয়ার্ডে ফারুক হাসান, ৯ নং ওয়ার্ডে শীতল সরকার, ১০ নং ওয়ার্ডে তাজুল ইসলাম, ১১ নং ওয়ার্ডে ফরহাদ আলম, ১২ নং ওয়ার্ডে আনিসুর রহমান, ১৩ নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ১৪ নং ওয়ার্ডে ফজলুল হক, ১৫ নং ওয়ার্ডে মাহবুব আলম হেলাল, ১৬ নং ওয়ার্ডে আব্দুল মান্নান, ১৭ নং ওয়ার্ডে কামাল খান, ১৮ নং ওয়ার্ডে হাবিবুর রহমান হবি, ১৯ নং ওয়ার্ডে আব্বাস আলী মন্ডল, ২০ নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম, ২১ নং ওয়ার্ডে মোস্তফা ফারুক, ২২ নং ওয়ার্ডে মোস্তফা কামাল, ২৩ নং ওয়ার্ডে সাব্বির ইউনুস বাবু, ২৪ নং ওয়ার্ডে মোহাম্মদ আমিনুল ইসলাম, ২৫ নং ওয়ার্ডে মনোয়ার হোসেন, ২৬ নং ওয়ার্ডে শফিকুল ইসলাম, ২৭ নং ওয়ার্ডে শামসুল হক, ২৮ নং ওয়ার্ডে কায়সার জাহাঙ্গীর আকন্দ, ২৯ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৩০ নং ওয়ার্ডে আবুল বাসার, ৩১ নং ওয়ার্ডে আসাদুজ্জামান, ৩২ নং ওয়ার্ডে এমদাদুল হক মন্ডল, ৩৩ নং ওয়ার্ডে শাহজাহান।

 

১১ টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত নারী কাউন্সিলররা হলেন- সেলিনা আক্তার (সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর-১), শাম্মী আক্তার মিতু (সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর-২), হামিদা পারভীন (সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর-৩), রোকসানা শিরিন (সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর-৪), রোকেয়া হোসেন (সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর-৫), রোকসানা পারভীন কাজল (সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর-৬), শামীমা আক্তার (সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর-৭), শাহনাজ বেগম (সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর-৮), আইরিন আক্তার (সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর-৯), কাউসার ই জান্নাত (সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর-১০) ও ফারজানা ববি কাকলী (সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর-১১)।  

এর আগে রোববার (০৫ মে) উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মসিক নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচনের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মসিকের প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইকরামুল হক টিটু।  

বাংলাদেশ সময়: ০২১৫ ঘন্টা, মে ০৬, ২০১৯ 
এমএএএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।