ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফণী

ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী-চিকিৎসা দিলো নৌবাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, মে ৬, ২০১৯
ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী-চিকিৎসা দিলো নৌবাহিনী ত্রাণসামগ্রী বিতরণ করছেন নৌবাহিনীর সদস্যরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের দুর্গত এলাকায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

রোববার (০৫ মে) বরিশালের হিজলা উপজেলায় নৌবাহিনীর জাহাজ (বানৌজা) তিস্তা এবং মেহেন্দিগঞ্জে বানৌজা মেঘনা এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

চাল, ডাল, তেল, ওষুধসহ ১১ সামগ্রী দুর্গতদের দেওয়া হয়।

এ পর্যন্ত হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় ৫শ পরিবারের মধ্যে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ত্রাণসামগ্রীর মধ্যে তিনদিনের শুকনো খাবারও রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী জাহাজ তিস্তার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম মোদাসসেরুল হক।

এদিকে নৌবাহিনী জাহাজ উপসমের সিনিয়র মেডিকেল কর্মকর্তা, সার্জেন্ট লেফটেন্যান্ট কমান্ডার এম তারিকুল ইসলাম চিকিৎসাসেবা দেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।