ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে ঝালকাঠিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, মে ৬, ২০১৯
ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে ঝালকাঠিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঝালকাঠি: ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঝালকাঠিতে। ঘূর্ণিঝড়ে জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদী তীরের ৪০০ ফুট বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সুগন্ধা ও বিষখালী নদীর পানি ঢোকায় ব্যাপক ক্ষতি হয়েছে ৫০০ হেক্টর জমির ফসলের।

জেলা প্রশাসন জানায়, জেলার বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ায় ২৪টি কাচা ঘরবাড়ি ভেঙে গেছে। এছাড়া পুকুর তলিয়ে যাওয়ায় ভেসে গেছে বিভিন্ন প্রজাতির মাছ।

ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কাঁঠালিয়ার শৌলজালিয়া গ্রামের কৃষক রমজান আলী বলেন, বিষখালী নদী তীরের বাঁধ ভেঙে পানি ঢুকে ফসলের ক্ষেত তলিয়ে গেছে। বর্তমানে পানি না নামায় ধান নষ্ট হয়ে যাচ্ছে।

রাজাপুরের বড়াইয়া গ্রামের কৃষক মজিবুর রহমান বলেন, ধানক্ষেত পানিতে ডুবে আছে। এ বছর ৫০ হাজার টাকার ফসলের ক্ষতি হতে পারে।  

ঝালকাঠির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন মাতুব্বর বলেন, ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ ও বোরো ফসলের। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।