ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাবুরায় বে‌ড়িবাঁধ ও সাই‌ক্লোন শেল্টার নির্মা‌ণ করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ৫, ২০১৯
গাবুরায় বে‌ড়িবাঁধ ও সাই‌ক্লোন শেল্টার নির্মা‌ণ করা হবে

সাতক্ষীরা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণাল‌য়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বলেছেন, মানু‌ষের জানমা‌লের নিরাপত্তায় আগামী দুই সপ্তা‌হের ম‌ধ্যে সাতক্ষীরার শ্যামনগর উপ‌জেলার দ্বীপ ইউ‌নিয়ন গাবুরায় টেকসই বে‌ড়িবাঁধ নির্মাণ ও আরও ৪০টি সাই‌ক্লোন শেল্টার নির্মা‌ণ করা হবে।

‌রোববার (০৫ মে) ঘূ‌র্ণিঝড় ফণী দুর্গত এলাকা হি‌সে‌বে গাবুরা ইউনিয়‌নের খোল‌পেটুয়া নদীর জরাজীর্ণ বে‌ড়িবাঁধ প‌রিদর্শ‌নকা‌লে তি‌নি এ আশ্বাস দেন।

‌প্রতিমন্ত্রী ব‌লেন, এখানকার মানু‌ষের দা‌বি অনুযায়ী ত্রাণ নয়, টেকসই বে‌ড়িবাঁধ নির্মাণ‌কেই ‌বে‌শি গুরুত্ব দেওয়া হ‌বে।

 

এরআ‌গে, তি‌নি স্পিডবোটে করে খোল‌পেটুয়া নদীর ঝুঁকিপূর্ণ ও ফাটল ধরা ২৭টি প‌য়েন্ট প‌রিদর্শন ক‌রেন। তখন স্থানীয় সি‌ডিও ইয়ুথ টি‌মের সদস্যরা ‘ত্রাণ নয়, জীবন চাই’, ‘ত্রাণ নয়, স্থায়ী বে‌ড়িবাঁধ নির্মাণ কর’সহ বি‌ভিন্ন স্লোগান সম্ব‌লিত প্লাকার্ড প্রদর্শন ক‌রে।

‌বে‌ড়িবাঁধ প‌রিদর্শনকা‌লে ‌প্রতিমন্ত্রীর সঙ্গে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, স্থানীয় সংসদ সদস্য স ম জগলুল হায়দার, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পু‌লিশ সুপার সাজ্জাদুর রহমান, উপ‌জেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, ভারপ্রাপ্ত ইউএনও সুজন সাহা প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।
 
এদি‌কে, গাবুরায় ফণী দুর্গত‌দের ম‌ধ্যে নৌ-বা‌হিনীর ত্রাণ বিতরণ কার্যক্রম উ‌দ্বোধ‌নের কথা থাক‌লেও দু‌র্যোগপূর্ণ আবহাওয়ার কার‌ণে প‌রিদর্শনকারী দলটি তা‌তে অংশ নেয়নি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।