ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, মে ৫, ২০১৯
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শেখ মেজবাহ উদ্দিন (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার (০৫ মে) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ মেজবাহ উদ্দিন গোপালগঞ্জ জেলা শহরের মৌলভীপাড়া এলাকার শেখ মো. হুমায়ুন কবিরের ছেলে।

তিনি জেলা সদরে ডিজেল, পেট্রোল ও মবিল ব্যবসা করতেন।  

মেজবাহ উদ্দিন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক এজিএস ছিলেন।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, সকালে মেজবাহ উদ্দিন কাশিয়ানী উপজেলার তিলছাড়া বাজারে মবিল বিক্রি শেষে পিকআপ নিয়ে লিংক রোড দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে উঠছিলেন। এসময় ঢাকাগামী হামীম পরিবহনের একটি বাস তাদের পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে শেখ মেজবাহ উদ্দিন এবং পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার আহত হন।  

গুরুতর আহতাবস্থায় মেজবাহ উদ্দিনকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতাল পরে সেখান থেকে খুলনা নেওয়ার পথে তিনি মারা যান।  

এ ঘটনায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সভাপতি এসএম দ্বীন ইসলাম ও সাধারণ সম্পাদক নিউটন মোল্লা শোক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ