ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মে ৫, ২০১৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল স্বাভাবিক কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল স্বাভাবিক। ফাইল ছবি

মাদারীপুর: ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে গত বৃহস্পতিবার (২ মে) থেকে দেশের ব্যস্ততম নৌরুট কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ছিল অচলাবস্থা। 

তিনদিন বন্ধ থাকার পর রোববার (৫ মে) ভোর থেকে এ রুটে সব নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে গত বৃহস্পতিবার দুপুর থেকে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।

শুক্রবার বিকেল পর্যন্ত ৫টি ফেরি চলাচল করে। এরপর শুক্রবার সন্ধ্যা থেকে সব ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল থেকে এ রুটে লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এদিকে তিনদিন বন্ধ থাকার পর নৌ চলাচল স্বাভাবিক হওয়ায় ঘাট এলাকায় যাত্রী ও পরিবহনের বাড়তি চাপ রয়েছে বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল পরিদর্শক আক্তার হোসেন বাংলানিউজকে জানান, সকাল থেকেই আবহাওয়া ভালো থাকায় লঞ্চ, স্পিডবোট চলাচল শুরু করেছে। লঞ্চ ঘাটে যাত্রীদের বেশ ভিড় দেখা যাচ্ছে।

ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে জানান, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দীর্ঘসময় ফেরি বন্ধ থাকায় ঘাটে পরিবহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ০৫, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।