ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

আবারও বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, মে ৪, ২০১৯
আবারও বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বাংলানিউজ ফাইল ছবি

রাজবাড়ী: ঝড়ো বাতাসের কারণে ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)। 

শনিবার (৪ মে) বিকেল সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।  

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত বলেন, ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে দুর্ঘটনা এড়াতে শুক্রবার (৩ মে) দুপুর ২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নদীপথের ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় সাড়ে ২৫ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে এ রুটে সীমিত আকারে ছোট আকারের ফেরি চলাচল শুরু করা হয়। চালুর দুই ঘণ্টা পর ঝড়ো বাতাস শুরু হওয়ায় আবারও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

** প্রায় ২৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।