ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মনপুরায় বাঁধ ভেঙে ২ গ্রাম প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মে ৪, ২০১৯
মনপুরায় বাঁধ ভেঙে ২ গ্রাম প্লাবিত

ভোলা: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ভোলার মনপুরায় বাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত হয়েছে। 

শনিবার (০৪ মে) দুপুরে উপজেলার ফকিরহার দোন পয়েন্ট দিয়ে পানির তোড়ে বাঁধ ভেঙে যায়। এতে দুই গ্রামের অন্তত দেড় হাজার মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে।

মনপুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমানত উল্ল্যাহ আলমগীর বাংলানিউজকে জানান, ফণীর প্রভাবে পানির তোড়ে বাঁধ ভেঙে যায়। এতে স্বাভাবিকের চেয়ে ৪/৫ ফুট পানিতে তলিয়ে যায় দুটি গ্রাম। এসব গ্রামে মানুষ এখন গৃহবন্দি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাউবোর কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ নির্বাহী প্রকৌশলী কাওষার আলম বাংলানিউজকে জানান, ফণীর প্রভাবে ৯০ মিটার বাধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দ্রুত ভাঙা বাধ মেরামতের কাজ সম্পন্ন করবো।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad