ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মে ৪, ২০১৯
খুলনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় র‌্যাব-৬ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ডাকাত নিহত হয়েছেন। 

শুক্রবার (০৩ মে) মধ্যরাতে ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে থুকড়া গ্রামের শান্তিনগর এলাকার কামরুল ইসলাম গাজীর বাড়িতে একদল ডাকাত হানা দেয়।

সে সময় ওই স্থান দিয়েই র‌্যাবের একটি টহল দল যাচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে টহল দল এগিয়ে যায়। পরে ডাকাত দলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে, র‌্যাবও ডাকাত দলকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে।  দু’পক্ষের গুলি বিনিময়ের এক পর্যায়ে ডাকাতদলের সদস্যরা পিছু হটে। পরে কামরুল ইসলামের ঘর থেকেই গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, শনিবার (৪ মে) ভোরে র‌্যাব সদস্যরা এক ব্যক্তির মরদেহ থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে এ ঘটনায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে।

বাংলাদেশসময়: ১৩৫৪ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এমআরএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।