ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামগতিতে ঝড়ে বৃদ্ধার মৃত্যু, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মে ৪, ২০১৯
রামগতিতে ঝড়ে বৃদ্ধার মৃত্যু, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ঝড়ের প্রভাবে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নে ঘূর্ণিঝড় ফণীর কবলে পড়ে আনোয়ারা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

এসময় ওই ইউনিয়নের অন্তত দুই শতাধিক কাঁচাঘর বাড়ি ভেঙে গেছে। শত শত গাছপালা উপড়ে গেছে।

শনিবার (৪ মে) ভোরে রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নে ঘূর্ণিঝড়ে এসব ঘটনা ঘটে। মৃত বৃদ্ধা আনোয়ারা উপজেলার পোড়াগাছা ইউনিয়নের বাসিন্দা। তিনি চর আলগীতে মেয়ে বাড়িতে বেড়াতে আসেন।

মৃতের স্বজনেরা জানান, প্রচণ্ড ঝড়ো বাতাসের কবলে পড়ে বৃদ্ধা গাছের ওপর আচড়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেছেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক।

রামগতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমান উল্লাহ বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।