ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘চাঁদাবাজ’ দুই হাতিসহ মাহুত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, মে ৩, ২০১৯
‘চাঁদাবাজ’ দুই হাতিসহ মাহুত আটক হাতি নিয়ে টাকা তুলছেন মাহুত (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে হাতি নিয়ে সাধারণ মানুষ ও দোকান থেকে টাকা তোলার সময় দু’টি হাতিসহ দুইজন মাহুতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (৩ মে) বিকেল ৪ টার দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে হাতিসহ তাদের আটক করা হয়।

জনগণকে হয়রানি ও ভয় দেখিয়ে টাকা নেওয়া ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

সারওয়ার আলম বলেন, চাঁদাবাজির অভিযোগে দুই মাহুতকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি বণ্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী হাতি দু’টিকে উদ্ধার করে চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ৩, ২০১৯
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ