ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘ফণী’ উৎকণ্ঠার মধ্যেও চলছে ফেরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মে ৩, ২০১৯
‘ফণী’ উৎকণ্ঠার মধ্যেও চলছে ফেরি

মাদারীপুর: ঘূর্ণিঝড় ‘ফণী’ উৎকণ্ঠার মধ্যেও দেশের ব্যস্ততম নৌরুট কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল করছে। তবে বৃহস্পতিবার (০২ মে) থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (০৩ মে) বিকেল পৌনে ৩টা থেকে মাদারীপুরের শিবচরে শুরু হয়েছে বৃষ্টি, মেঘের গর্জন ও হালকা বাতাস। এর মধ্যে দিয়েও কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল করছে।

সরেজমিনে দেখা যায়, ফেরি চলাচল করায় পরিবহনের চেয়ে ফেরিতে যাত্রীদের ভিড় বেশি। ফণীর ভয় উপেক্ষা করেও অসংখ্য মানুষ ফেরিতে করে পদ্মা পার হচ্ছেন। এ নৌরুটে মাঝারি আকারের ৫টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে বলেন, দুপুর ১২টার পর থেকে মাত্র পাঁচটি ফেরি চলাচল করছে। পরিস্থিতি বিরূপ হলে বন্ধ করে দেয়া হবে।  

এরআগে, বেলা ১১টা থেকে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।