ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফণীর প্রভাবে খুলনায় নামছে বৃষ্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মে ৩, ২০১৯
ফণীর প্রভাবে খুলনায় নামছে বৃষ্টি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় হেঁটে যাচ্ছেন একজন তরুণ। ছবি: বাংলানিউজ

খুলনা: স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ধেয়ে আসছে ‘ফণী’। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে খুলনায় বৃষ্টি শুরু হয়েছে।

শুক্রবার (০৩ মে) দুপুর দেড়টার দিকে দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়।

কিছুক্ষণ মাঝারি বৃষ্টি হওয়ার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস অব্যাহত হয়েছে। দিনভর প্রচণ্ড তাপদাহ শেষে এ বৃষ্টিতে আবহাওয়া কিছুটা শীতল হয়েছে। হঠাৎ বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় রাস্তায় থাকা মানুষজন দ্রুত নিরাপদস্থানের দিকে ছুটতে শুরু করে। মেঘাচ্ছন্ন আকাশ।  ছবি: বাংলানিউজএদিকে বৃষ্টি শুরু হওয়ায় খুলনার উপকূলীয় উপজেলা কয়রা, দাকোপ ও পাইকগাছার মানুষজনের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে। আতঙ্কিত এসব মানুষ ছুটছেন আশ্রয়কেন্দ্রের দিকে।

খুলনা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আমিরুল আজাদ বাংলানিউজকে বলেন, ফণীর অগ্রভাগের প্রভাবে খুলনায় শুরু হয়েছে বৃষ্টি। একইসঙ্গে বইছে ঠাণ্ডা বাতাস। এভাবে শুক্রবার মধ্যরাতে ঘূর্ণিঝড় খুলনা অতিক্রম করা পর্যন্ত বৃষ্টি চলতে থাকবে।

বাংলাদেশসময়: ১৪৩০ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।