ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মে ৩, ২০১৯
সৈয়দপুরে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) সকাল ৬টার দিকে সৈয়দপুর-নীলফামারী সড়কের ওয়াপদা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোচালক মিন্টু (৩৫) ও অটোরিকশার যাত্রী আফতাব হোসেন (৪০)।

নিহতের বাড়ি ঢেলাপীর উত্তরা আবাসনে বলে জানা যায়।

>> বাগেরহাটে বাসের ধাক্কায় মাইক্রোবাস খাদে, নিহত ২

প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারী অভিমুখে যাত্রীবাহী বাসটি ওয়াপদা গেটের সামনে পৌঁছালে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোচালক মিন্টু নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন দুই যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আফতাব হোসেন নামে ওই অটোরিকশার এক যাত্রী মারা যান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ময়না-তদন্তের জন্য মরদেহ দু’টি মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ০৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।