ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইটভাটা মালিকসহ ৩ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মে ২, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে ইটভাটা মালিকসহ ৩ জনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০২ মে) দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নোভা ইটভাটার মালিক আমিনুল ইসলাম (৫৫), তাজ ইটভাটার মালিক শুকুরুদ্দিন (৬০) ও মাইনুল ইসলাম (৫৫)।


 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান,
ভ্রাম্যমাণ আদালতের একটি দল বৃহস্পতিবার দিনব্যাপী সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।  

এ সময় নোভা ও তাজ ইটভাটায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম, শুকুরুদ্দিন ও মাইনুল ইসলামকে আটক করা হয়। একই সঙ্গে ইট তৈরির সামগ্রী ও দুইটি জেনারেটর জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম করাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।