ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১০৮ মণ খেজুর-কমলা জব্দ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মে ২, ২০১৯
১০৮ মণ খেজুর-কমলা জব্দ, জরিমানা জব্দ মেয়াদোত্তীর্ণ খেজুর ও কমলা। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: ১০০ মণ মেয়াদোত্তীর্ণ খেজুর ও ৮ মণ নষ্ট কমলা সরবরাহের দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার দুই ফল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ মে) সকালে উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।

বাংলানিউজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মেয়াদোত্তীর্ণ ১০০ মণ খেজুর সরবরাহের অপরাধে মুন ট্রেডার্সের মালিক জুলফিকার আনামকে ৩০ হাজার ও ৮ মণ নষ্ট কমলা সরবরাহের দায়ে ভাই ভাই ফল ভাণ্ডারের মালিক আব্দুল লতিফকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে মেয়াদোত্তীর্ণ খেজুর ও নষ্ট কমলাগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।