ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘ফণী’ মোকাবিলায় রাঙামাটি প্রশাসন প্রস্তুত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, মে ২, ২০১৯
‘ফণী’ মোকাবিলায় রাঙামাটি প্রশাসন প্রস্তুত

রাঙামাটি: ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় রাঙামাটি জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এজন্য জেলা শহরের পৌর এলাকায় অস্থায়ী ভিত্তিতে ২১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 

বৃহস্পতিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলা সভায় জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসক বলেন, জেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে একটি হলো রাঙামাটি শহর।

এজন্য ফায়ার সার্ভিস, এলজিইডি, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবক দলসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে প্রস্তুত রাখা হয়েছে। যাতে করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা ঝাঁপিয়ে পড়তে পারে।

এছাড়া জেলার অন্যান্য উপজেলার চেয়ারম্যান, ইউএনওদের ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দুর্যোগের আগে অন্যত্র সরিয়ে নিকটবর্তী আশ্রয়কেন্দ্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান ডিসি মামুনুর রশীদ।

সভায় রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, পৌর কর্তৃপক্ষ যেকোনো দুর্যোগ মোকাবিলায় আগেই প্রস্তুতি সেরে ফেলেছে। স্থানীয় পৌর কাউন্সিলরদের সহায়তায় এলাকায় এলাকায় স্বেচ্ছাসেবক দল তৈরি রাখা হয়েছে। দুর্যোগ পরবর্তী সময়ে তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। এছাড়া স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিভাগকে এ ব্যাপারে অবগত করা হয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সংবাদকর্মী এবং স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে দুর্যোগকালীন জেলা প্রশাসনের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ রাখতে এবং সেবা পেতে কয়েকটি ফোন নম্বর দেওয়া হয়েছে। ফোন নম্বরগুলো হলো- ০১৫৫০০২৮৭০৭, ০৩৫১-৬৩২৩০।  

জরুরি সময়ে এ নম্বরগুলোতে যোগাযোগ রাখতে সবাইকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অবহিত করা হয়েছে বলেও সভায় জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মে ০২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।