ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মে ২, ২০১৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

মাদারীপুর: ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)। 

বৃহস্পতিবার (২ মে) দুপুর সাড়ে ১২টা থেকে সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।  

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল ইনচার্জ আক্তার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে লঞ্চ-স্পিডবোট চলাচল করলেও ঘুর্ণিঝড় আঘাত হানার আশঙ্কায় যেকোন রকমের দুর্ঘটনা এড়াতে দুপুর সাড়ে ১২টা থেকে কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। তবে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। কোন রকম বিঘ্ন ছাড়াই ঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে ফেরিগুলো।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।