ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রায়পুরে ২০ মণ জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মে ২, ২০১৯
রায়পুরে ২০ মণ জাটকা জব্দ জব্দ হওয়া জাটকা। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে ৮০০ কেজি (২০ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। তবে এসময় জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (০২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জব্দ করা জাটকাগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও গরিব অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।

এর আগে বুধবার (২ মে) গভীর রাতে উপজেলার চর আবাবিল ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা থেকে জাটকাগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. কামাল হোসেন বাংলানিউজকে জানান, জাটকা পাচার হচ্ছে, এমন গোপন খবরের অভিযান চালানো হয়। বিষয়টি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ২০ মণ জাটকা জব্দ করা হয়। পরে জব্দ হওয়া জাটকা বিভিন্ন এতিমখানা ও গরিব অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘন্টা, মে ০২, ২০১৯
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।