ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রমজানে শ্রমিকদের কর্মঘণ্টা থেকে ১ ঘণ্টা ছুটির দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, মে ১, ২০১৯
রমজানে শ্রমিকদের কর্মঘণ্টা থেকে ১ ঘণ্টা ছুটির দাবি

রাঙামাটি: আসন্ন মাহে রমজান উপলক্ষে শ্রমিকদের নির্ধারিত কর্মঘণ্টা থেকে একঘণ্টা ছুটির দাবি করেন রাঙামাটি জেলার আসবাবপত্র শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের শ্রমজীবী নেতাকর্মীরা।

বুধবার (১ মে) দুপুরে মে দিবস উপলক্ষে ‘শ্রমিক-মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে নেতাকর্মীরা এ দাবি করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকেরা এখনও তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত।

তারা কর্মস্থলে নিরাপত্তাহীনতা ছাড়াও মালিকদের শোষণ থেকে এখনও মুক্ত হতে পারছেন না। দৈনিক আট ঘণ্টা কাজের বিধান থাকলেও তাদের বাড়তি কোনো পারিশ্রমিক ছাড়াই ১০ থেকে ১২ ঘণ্টা বা তার চেয়েও বেশি সময় কাজ করতে হয়। এভাবে চলতে থাকলে এ দেশের স্বাধীনতার অঙ্গীকার শোষণ মুক্ত সমাজ কখনও গড়ে উঠবে না। তাই সব শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
 
বিক্ষোভ-সমাবেশে আসবাবপত্র শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রিপন বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন- সভাপতি আবদুল মালেক, সদস্য আল-আমিন পাটোয়ারী, শাহজাহান মাল, আবুল বাশার প্রমুখ।

এর আগে মে দিবস উপলক্ষে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ০১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।