ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুক্তিযোদ্ধা পুলকেশ বড়ুয়ার পরলোক গমন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
মুক্তিযোদ্ধা পুলকেশ বড়ুয়ার পরলোক গমন

ঢাকা: প্রবীণ মুক্তিযোদ্ধা পুলকেশ বড়ুয়া পরলোক গমন করেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। 

ভারতের ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে চিকিৎসা চলাকালে সোমবার (২৯ এপ্রিল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রয়াতের পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন মুক্তিযোদ্ধা পুলকেশ বড়ুয়া।

 
 
মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি।

মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে শিক্ষকতা পেশায় যোগ দেন পুলকেশ বড়ুয়া। সর্বশেষ চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।  

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (৩০ এপ্রিল) তার মরদেহ দেশে আনা হয়। বুধবার (০১ মে) পুলকেশ বড়ুয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কারিয়ানগরে মরদেহ দাহ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।