bangla news

ঠাকুরগাঁওয়ে শিশু সমাবেশ ও বাল্যবিয়ে প্রতিরোধে শপথ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৪-৩০ ৬:১৩:৪৯ পিএম
বাল্যবিয়ে প্রতিরোধে শপথ

বাল্যবিয়ে প্রতিরোধে শপথ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় শিশু ফোরামের সদস্যদের বার্ষিক শিশু সমাবেশ এবং বাল্যবিয়ে প্রতিরোধে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে কেন্দ্রীয় শিশু ফোরামের আয়োজনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় শিশু ফোরামের সভাপতি ফারজানা আক্তার মুন্নির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জোবেদ আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম, সাংবাদিক শাহীন ফেরদৌস প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভিডিসি সভাপতি আকবর আলী, সিএফসি’র সদস্য তাপস চন্দ্র, শাপলা আক্তারসহ ওয়ার্ল্ড ভিশনের ঠাকুরগাঁও এপির কর্মকর্তা-কর্মচারীরা।

বার্ষিক এ শিশু সমাবেশে সদর উপজেলার চারটি ইউনিয়নের শিশু ফোরামের ২০০ সদস্য অংশ নেয়। এসময় বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন, ইভটিজিংসহ সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শেষে মেয়েদের ১৮ বছরের নিচে এবং ছেলেদের ২১ বছরের নিচে বিয়ে নয় বিষয়ে এবং বাল্যবিয়ে রোধে শপথ পাঠ করানো হয়।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
জিপি

ক্লিক করুন, আরো পড়ুন :   ঠাকুরগাঁও বাল্যবিয়ে
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-04-30 18:13:49