ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পল্টু-মিন্টুর মাকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
পল্টু-মিন্টুর মাকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী আনোয়ারা বেগমকে অনুদানের চেক হস্তান্তর করছেন প্রধানমন্ত্রী।

ঢাকা: কক্সবাজারের চকরিয়ার পল্টু-মিন্টুর মা আনোয়ারা বেগমের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ২০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় গণভবনে তাকে এ অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, সন্ধ্যায় কক্সবাজার জেলার চকরিয়া পৌর এলাকা বাসিন্দা বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের (২০০১-২০০৬) নির্মম নির্যাতনের শিকার আনোয়ারা বেগমের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ২০ লাখ টাকার একটি চেক দেন প্রধানমন্ত্রী।

এর আগে আনোয়ারা বেগমের দুই ছেলে মোজাফফর হোসেন পল্টু ও সাদ্দাম হোসেন মিন্টু সক্রিয়ভাবে আওয়ামী রাজনীতিতে যুক্ত থাকার কারণেই তত্কালীন জোট সরকার এই পরিবারের উপর জেল-জুলুম ও অবর্ণনীয় অত্যাচার চালায়।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।