ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তেঁতুলিয়ায় ডিবি পুলিশের ভুয়া সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
তেঁতুলিয়ায় ডিবি পুলিশের ভুয়া সদস্য আটক

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ইসমাইল হক (৩২) নামে ডিবি পুলিশের এক ভুয়া সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার ভজনপুর বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক ইসমাইল হক তেঁতুলিয়া উপজেলার শালবাহান হাট ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মোস্তফা কামালের ছেলে।

স্থানীয়রা জানায়, ইসমাইল নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভজনপুর গনাগছ গ্রামের মজিবর রহামানের ছেলে আজিজুল হকের কাছ থেকে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন স্থানীয়রা ইসমাইলের পরিচয়পত্র দেখতে চাইলে তিনি পালানোর চেষ্টা করেন। এসময় তাকে ধরে পঞ্চগড় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর কবিরের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে ইসমাইল নিজেকে অপরাধী হিসেবে স্বীকার করেন।

পঞ্চগড় গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, এমন অপরাধীর জন্য ডিবি পুলিশের নাম ক্ষুণ্ণ হচ্ছে। তাকে আইনের আওতায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে আটকের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।