ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় অপহরণের ৩ দিন পর ব্যবসায়ী উদ্ধার, আটক ২

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
আশুলিয়ায় অপহরণের ৩ দিন পর ব্যবসায়ী উদ্ধার, আটক ২

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় অপহরণের তিনদিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মূল ফটকের সামনে থেকে আবুল হোসেন (৩৪) নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী দুইজনকে আটক করা হয়েছে। 

সোমবার (২৯ এপ্রিল) বেলা ১২টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান।

এর আগে রোববার (২৮ এপ্রিল) দিনগত রাতে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার  ও দুই অপহরণকারীকে আটক করা হয়।

উদ্ধার আবুল হোসেন গাজীপুরের কাশিমপুর থানার তেতুইবাড়ি এলাকার বাসিন্দা। তিনি পোশাক কারখানা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।

আটক দুইজন হলেন- এরশাদ হোসেন মাসুম (৩২) ও আমির হোসেন (২৮)।  

এসআই কামরুল হাসান জানান, গত শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে আশুলিয়া বাজার এলাকা থেকে কয়েকজন অপহরণকারী আবুল হোসেনকে তুলে নিয়ে যায়। পরে মুঠোফোনে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করলে বিষয়টি পুলিশকে জানায় তার পরিবার। অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে  রোববার দিনগত রাতে জাবির মূল ফটকের সামনে থেকে অপহৃত ওই ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। আটক করা হয় দুই অপহরণকারীকে। জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় আবুল হোসেনের স্ত্রী রুবিনা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশে সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।