ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ডিএনসিসির মেয়র-রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
ডিএনসিসির মেয়র-রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের সঙ্গে কথা বলছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকসান্দর আই ইগতানভ। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকসান্দর আই ইগতানভ।

রোববার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্কের বিষয়ে তারা আলোচনা করেন।

ঢাকা শহরকে একটি আধুনিক, নান্দনিক, পরিবেশবান্ধব শহরে রূপান্তরের লক্ষ্যে দু’দেশ যৌথভাবে কাজ করতে পারবে বলে মেয়র রাশিয়ার রাষ্ট্রদূতকে জানান।

অন্যদিকে রাষ্ট্রদূত আলেকসান্দর আই ইগতানভ আগামী ৪ থেকে ৭ জুলাই মস্কোতে অনুষ্ঠিতব্য ‘মস্কো আরবান ফোরামে অংশগ্রহণের জন্য মেয়রকে আমন্ত্রণ জানান।

এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এসএইচএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।