ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬ দুর্ঘটনা কবলিত অটোরিকশা। ছবি: বাংলানিউজ

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৬ জন নিহত হয়েছেন।

রোববার (২৮ এপ্রিল) সকালে উপজেলার কাকৈরতলা বাজার সংলগ্ন এলাকার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এ ‍দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রঞ্জিত চন্দ্র (৫২), ফখরুল ইসলাম (৭৫), আবুল কালাম (৬২), শাহাজান (৪২), জান্নাতুল ফেরদৌস (২৮) ও শিশু রুমান (৮)।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বাংলানিউজকে বলেন, কাকৈরতলা বাজার সংলগ্ন এলাকায় কর্ডোভা পরিবহনের একটি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়। গুরুতর আহতাবস্থায় শাহাজানকে কুমিল্লা নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতদের মধ্যে চারজনের মরদেহ শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯ আপডেট: ১৪৩৩ ঘণ্টা
এনটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।