ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জের ১০ উপজেলা চেয়ারম্যানের শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
কিশোরগঞ্জের ১০ উপজেলা চেয়ারম্যানের শপথ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ১০টি উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।  

উপজেলা চেয়ারম্যান পদে শপথ নিলেন যারা-
কিশোরগঞ্জ সদর উপজেলার মামুন আল মাসুদ খান।

হোসেনপুর উপজেলার মোহাম্মদ সোহেল। পাকুন্দিয়া উপজেলার রফিকুল ইসলাম রেনু। করিমগঞ্জ উপজেলার নাসিরুল ইসলাম খান আওলাদ। তাড়াইল উপজেলার জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন। ইটনা উপজেলার চৌধুরী কামরুল হাসান।

মিঠামইন উপজেলার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোন আছিয়া আলম। অষ্টগ্রাম উপজেলার শহীদুল ইসলাম জেমস। নিকলী উপজেলার আহসান রুহুল কুদ্দুস ভূঁঞা জনি। কুলিয়ারচর উপজেলার ইয়াছির মিয়া।  

এদিকে একই সময়ে কিশোরগঞ্জের ১০ উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও শপথ নিয়েছেন।

গত ২৪ মার্চ তৃতীয় ধাপে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা হচ্ছে- কিশোরগঞ্জ সদর, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী, কুলিয়ারচর, হোসেনপুর, পাকুন্দিয়া, তাড়াইল, করিমগঞ্জ, ভৈরব, বাজিতপুর ও কটিয়াদী।  

তবে ২৪ মার্চ উপজেলা নির্বাচনে কটিয়াদী, ভৈরব ও বাজিতপুরের নির্বাচন স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরে ১৭ এপ্রিল বাজিতপুর ও ভৈরবে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ২৭ এপ্রিল, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।