ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারের অপেক্ষায় সাড়ে ৩শ’ যানবাহন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারের অপেক্ষায় সাড়ে ৩শ’ যানবাহন পারাপারের অপেক্ষায় যানবাহন

মানিকগঞ্জ: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন পারাপারের অন্যতম নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া। এ রুটে বেলা বাড়ার সঙ্গে বাড়ে যানবাহনের চাপ। এর ফলে শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা নাগাদ এ রুটের উভয় ঘাট মিলিয়ে সাড়ে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

দুপুর সোয়া ১২টার দিকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের বাণিজ্য বিভাগের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০০টি বাস এবং ১৫০টি ট্রাক পারাপারের জন্য রয়েছে।

দুপুর ১২টা থেকে যাত্রীবাহী যানবাহনের বাড়তি চাপ পড়তে শুরু করেছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন, পচনশীল পণ্যবোঝাই ট্রাক পারাপার করা হচ্ছে।  

বর্তমানে এ নৌরুটে ১৫টি ফেরি যানবাহন পারাপারের কাজে নিয়োজিত রয়েছে। বিকেলের দিকে এ চাপ কমবে বলে আশা করছেন এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad