ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সন্ধান মেলেনি পিয়াইন নদীতে নিখোঁজ কলেজছাত্রের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
সন্ধান মেলেনি পিয়াইন নদীতে নিখোঁজ কলেজছাত্রের আকিকুর রহমান অনিক। ছবি: সংগৃহীত

সিলেট: একদিন পর হলেও এখনও সন্ধান পাওয়া যায়নি সিলেটের জাফলং পিয়াইন নদীতে নিখোঁজ হওয়া কলেজছাত্র আকিকুর রহমান অনিকের (২০)।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টা পর্যন্ত ওই নদীতে স্থানীয় ডুবুরিদের দিয়ে খোঁজাখুজি করা হলেও তার সন্ধান মিলেনি।

অনিকের সন্ধানে স্থানীয় ডুবুরিদের মাধ্যমে নদীতে খোঁজাখুজি চলছে জানিয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হিল্লোল রায় বাংলানিউজকে বলেন, দমকল বাহিনীর ডুবুরি ছুটিতে রয়েছেন।

শনিবার ছুটি বাতিল করে তিনি কর্মস্থলে ফিরেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। তাকে উদ্ধারে প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

শুক্রবার (২৬ এপ্রিল) বন্ধুদের সঙ্গে জাফলংয়ে বেড়াতে যান সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র অনিক। দুপুর ২টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকায় পিয়াইন নদীর স্বচ্ছ জলে নামলে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান। নিখোঁজ অনিক হবিগঞ্জের নবীগঞ্জ এলাকার ধলা মিয়ার ছেলে।

এদিকে অনিকের সন্ধানে আত্মীয়-স্বজন ও বন্ধুরা এখনও পিয়াইন নদীর তীরে অবস্থান করছেন বলে জান গেছে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।