ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
চুয়াডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১ ফারুক হোসেন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে ফারুক হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) ভোরে শহরের রেলবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার সহযোগী দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত ফারুক হোসেন শহরের থানা কাউন্সিল পাড়ার আবু বকর সিদ্দিকীর ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে শহরের রেলবাজার এলাকার পাঁচটি দোকানে চুরি করার সময় কয়েকজন যুবককে হাতেনাতে আটক করে স্থানীয়রা।

এসময় অন্যরা পালিয়ে গেলেও গণপিটুনির শিকার হয় ফারুক। গণপিটুনির একপর্যায়ে ওই যুবক গুরুতর আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় পুলিশ। এসময় দায়িত্বরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।  

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বাংলানিউজকে জানান, গণপিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে হাসাপাতালে নিয়েছে। তার স্বীকারোক্তিতে এ ঘটনায় জড়িত আরো দুইজনকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।