ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মেয়ে নিহত, মা আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মেয়ে নিহত, মা আহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪ নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়নের বীরগড় গ্রামে বজ্রপাতে নিলুফা ইয়াসমিন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার মা মনোয়ারা বেগম (৫০)। 

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।  

নিহত নিলুফা ইয়াসমিন উপজেলার বীরগড় গ্রামের মুর্তেজার স্ত্রী ও নুরুল হকের মেয়ে।

আহত মনোয়ারা বেগম একই গ্রামের নুরুল হকের স্ত্রী।

আহত মনোয়ারা বেগমকে চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মুনিরুজ্জামান মনি।  

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আফসার আলী বলেন, বেলা ১২টার দিকে হঠাৎ আকাশে মেঘ দেখা গেলে মা ও মেয়ে বাড়ির পাশে মাঠে থাকা গরু আনতে যান। এসময় বজ্রপাত হলে মেয়ে নিহত ও মা গুরুতর আহত হন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।